thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দলকে বিপদে ঠেলে বিদায় নিলেন মুশফিক

২০২২ মে ২৭ ১০:৩২:৩৪
দলকে বিপদে ঠেলে বিদায় নিলেন মুশফিক

দ্য রিপোর্ট প্রতিবেদক: দিনের শুরুর ঘণ্টা নিয়েই যত চিন্তা। চতুর্থ দিনের খেলা শেষে যখন সাকিব বলছিলেন, শেষ দিনের প্রথম ঘণ্টাতে যদি উইকেট না দিয়ে কাটিয়ে দিতে পারেন লিটন দাশ ও মুশফিকুর রহিম ত্তবে ম্যাচটা বাঁচানো সম্ভব হতেও পারে।

কিন্তু সেটা হয়নি। দিনের খেলা শুরু হয়েছে নির্দিষ্ঠ সময়ের আধা ঘণ্টা আগে (৯টা ৩০)। আগের দিন ১৪ রানে মুশফিকুর ও ১ রানে অপরাজিত থাকা লিটন বেশ ভালোভাবেই সামলে নিচ্ছিলেন।

তবে দিনের খেলা শুরুর ৩৮ মিনিটের মাথায় মুশফিককে বোল্ড করে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশের বিপদটা বাড়িয়ে দিলেন লঙ্কান পেসার কাসুন রাজিথা। ২৩ রান করে সাজঘরে ফিরেছেন প্রথম ইনিংসে ১৭৫ রানের ইনিংস খেলা মুশফিক।

ব্যাটিংয়ে নেমেছেন সাকিব আল হাসান। আগের সাকিব বলছিলেন, ম্যাচ বাঁচাতে অন্তত তিন ঘণ্টা ব্যাতিং চালিয়ে যেতে চান। তবে শুরুতেই মুশফিকের বিদায়, সাকিব তিন ঘণ্টা ব্যাটিং করলেও যে ম্যাচ বাঁচানো কঠিন হয়ে পড়বে স্বাগতিকদের জন্য সেটা অনুমেয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫৩ রান। লিটন দাস আছেন ১১ রানে অপরাজিত।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৭ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর