thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচক ও লেনদেনের বৃদ্ধি

২০২২ মে ৩০ ০৩:২০:১৯
সূচক ও লেনদেনের বৃদ্ধি

দ্য রিপোর্ট প্রতিবেদক :দেশের শেয়ারবাজার বেশ কিছুদিন পতনমুখি থাকলেও সপ্তাহের প্রথমদিন (২৯ মে) সূচকের বড় ধরনের উত্থান হয়েছে। এদিন সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩১ পয়েন্ট বেড়ে ৬৩৬৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১৩৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ২৩৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৭৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪২টি কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ২৫টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ৮৩৩ কোটি ৬১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৯ কোটি ১২ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ১৯৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৬৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৮৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৮৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৭৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৩টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত আছে ১২টির। দিন শেষে সিএসইতে ২১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দ্য রিপোর্ট/ মাহা / ২৯ মে,২০২২)

ঢাকা/এনএফ/ইভা

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর