thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচকের উত্থান সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে

২০২২ মে ৩১ ০২:৫৯:০৬
সূচকের উত্থান সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ মে) লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে সকাল থেকে সূচকের উত্থন-পতনে লেনদেন চলে। তবে দিন শেষে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, গত বৃহস্পতিবার (২৬ মে) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইস) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বাজার ভালো হওয়ার যে ইঙ্গিত দিয়েছিলেন, তারই প্রতিফলন ঘটছে।

সোমবার ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। ডিএসইতে লেনদেনে অংশ অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৮৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪০১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩৫০ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসের চেয়ে ৩ কোটি টাকা বেশি।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১২১৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭০৭ পয়েন্টে এবং সিএসআই সূচক বেড়ে দাঁড়িয়েছে ১১৮৭ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৬টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির। দিন শেষে সিএসইতে ৩০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি।

দ্য রিপোর্ট/ মাহা /৩০ মে,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর