thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএসইসির সহকারী পরিচালকের মরদেহ উদ্ধার

২০২২ মে ৩১ ০৩:০৮:৪৪
বিএসইসির সহকারী পরিচালকের মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মেহেদী হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মে) দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ফেইসবুক পেজে এ সংক্রান্ত একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে।

এর আগে, শেরে বাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া গণমাধ্যমকে মেহেদী হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ঘরে একটি চিরকুটও পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, ‘নিদ্রাহীনতায় বাঁচতে পারলাম না।

উৎপল বড়ুয়া বলেন, মেহেদী দরজা না খোলায় তার পাশের রুমের লোকজন পুলিশে খবর দেয়। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে আমরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

দ্য রিপোর্ট/ মাহা /৩০ মে,২০২২

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর