thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে আহত ১

২০১৩ নভেম্বর ১২ ১২:১৮:১১
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে আহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্তে আব্দুল মালেক (৪৮) নামে এক গরু ব্যবসায়ী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ভোররাতে ভারতের ফুলবাড়ি ১২১ বিএসএফ ক্যাম্পের জওয়ানদের ছোড়া গুলিতে আহত হন ওই গরু ব্যবসায়ী। তিনি হরিপুর উপজেলা মশাল ডাঙ্গী আমগাঁও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, উপজেলার ৩৬৭ এর সাব পিলার ৪ এর এলাকায় ওপার থেকে গরু আনার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ওই গুরু ব্যবসায়ী গুলি বিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে। বর্তমানে দিনাজপুর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওপারেই অব্দুল খালেক বিএসএফের গুলিতে আহত হয়েছেন।’

অন্য দিকে এই উপজেলার বেতনা সীমান্তে সোমবার ভোরে একরামুল হক (৩৬) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী বিএসএফের গুলিতে আহত হন। তার বাড়ি সদর উপজেলার রুহিয়া গ্রামে।

(দিরিপোর্ট২৪/এনএইচ/এমসি/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর