thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘জবাবদিহিতা নিশ্চিত হলেই র‌্যাবের নিষেধাজ্ঞা উঠতে পারে’

২০২২ মে ৩১ ১৫:৩৮:২০
‘জবাবদিহিতা নিশ্চিত হলেই র‌্যাবের নিষেধাজ্ঞা উঠতে পারে’

দ্য রিপোর্ট প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস র‌্যাবের ওপর আরোপিত দেশটির নিষেধাজ্ঞার বিষয়ে বলেছেন, যদি কোনো ধরনের নির্যাতনের ঘটনা ঘটে, সে বিষয়ে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত হলেই কেবল র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠতে পারে।

আজ মঙ্গলবার কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্র সরকার মনে করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ পাওয়া উচিত এদেশের মানুষের, তবে কিভাবে সেই পরিবেশ নিশ্চিত করা যাবে তা ঠিক করবে এ দেশের মানুষ, সরকার ও সুশীল সমাজ।

বাংলাদেশকে শ্রীলংকার সঙ্গে তুলনা করা যায় না উল্লেখ করে পিটার হাস জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যস্ফীতিসহ কিছু চ্যালেঞ্জ আছে অর্থনীতিতে। কিন্তু সরকারের দূরদর্শী সামষ্টিক অর্থনীতিক ব্যবস্থাপনায় শ্রীলংকার মতো পরিস্থিতি হওয়ার শঙ্কা নেই বাংলাদেশে।

তিনি বলেন, ভয়ভীতিহীন সাংবাদিকতা সম্পর্কে যুক্তরাষ্ট্র সব সময় উৎসাহ দিয়ে থাকে। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্র আগামী ৫০ বছরে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করে যাবে, যেভাবে গত ৫০ বছর কাজ করে গেছে।

অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য রাখেন।

গত ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব এবং এর বর্তমান ও সাবেক ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও ট্রেজারি ডিপার্টমেন্ট। তারপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন সরকারকে অনুরোধ করে আসছে বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ৩১ মে, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর