thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

লেনদেন কমলেও সূচকের সামান্য বৃদ্ধি

২০২২ মে ৩১ ২০:৫২:৩১
লেনদেন কমলেও সূচকের সামান্য বৃদ্ধি

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকও লেনদেন দুটোই কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৬৩৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৯৮ কোটি ৫২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে৮৩৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ৪পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৯২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪০৩পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩৫০পয়েন্টে। আজ ডিএসইতে ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৮ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্য রিপোর্ট/ মাহা /৩১ মে,২০২২




পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর