thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সংলাপ আজ

২০২২ জুন ০২ ০৬:৪০:২৫
ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সংলাপ আজ

দ্য রিপোর্ট ডেস্ক: ঢাকা-ওয়াশিংটন দ্বিতীয় অর্থনৈতিক সংলাপ আজ বৃহস্পতিবার (২ জুন) অনুষ্ঠিত হবে। এবারের সংলাপ হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে।

সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও আছেন প্রতিনিধি দলে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র বিভাগের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডাব্লিউ ফার্নান্দেজ।

সংলাপ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমন বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। আবার বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকাীও যুক্তরাষ্ট্র।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক যেমন গভীর আবার কিছু বিষয় নিয়ে ভিন্নমত ও চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, এ বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সংলাপে বাংলাদেশের শ্রম অধিকার বা ট্রেড ইউনিয়নের সমস্যা নিয়ে আলোচনা অগ্রাধিকার পাবে। এছাড়া মার্কিন বিনিয়োগ নিয়েও আলোচনা হবে।

খাদ্য ও কৃষি সহায়তা, পোশাক শিল্প, জ্বালানি, ওষুধ, তথ্য-প্রযুক্তি, টেলিকম ইত্যাদি বিষয়ে দিনব্যাপী আলোচনা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর