thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু

২০২২ জুন ০২ ১৯:৪২:৩৩
হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে গম আমদানি। ভারতেন অভ্যন্তরে এখনো অনেক গম বোঝাই ট্রাক আটকা পড়ে আছে বলে জানিয়েছে দেশটির সিঅ্যান্ডএফ এজেন্টরা।

গতকাল বুধবার বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে ১১টি গম বোঝাই ট্রাকে ৪২৯ টন গম আমদানি হয়েছে বলে জানিয়েছেন বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট।

বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, ‘মূল্য নিয়ন্ত্রণে রাখতে ১৩ মে ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে বন্দর দিয়ে গম আসা বন্ধ হয়ে যায়। পরে আগের টেন্ডার হওয়া গম ছাড় করার সিদ্ধান্ত হওয়ায় গত রোববার (২৯ মে) ভারত থেকে দুটি ট্রাকে ৭৮ টন গম আমদানি হয়েছে। এরপর আবারও আমদানি বন্ধ হয়ে যায়। কয়েক দফা বন্ধ ও চালুর মধ্য দিয়ে ফের শুরু হয়েছে আগের টেন্ডারের গম রপ্তানি। এখনো বেশ কিছু সংখ্যক গম বোঝাই ট্রাক আটকা পড়েছে ওপারে। দীর্ঘদিন আটকা থাকায় পণ্যের মান নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন আমদানিকারকেরা।

পুরোনো এলসির আওতায় ভারত থেকে ৬ লাখ টন গম পাচ্ছে বাংলাদেশপুরোনো এলসির আওতায় ভারত থেকে ৬ লাখ টন গম পাচ্ছে বাংলাদেশ। এ ব্যাপারে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, গতকাল বিকেলে ১১টি ট্রাকে ৪২৯ টন গম আমদানি হয়েছে। গত ২৯ মে দুই ট্রাকে ৭৮ টন গম আমদানি হয়েছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর