thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

৫৪ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০২২ জুন ০৫ ১৬:০৩:২৬
৫৪ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক: রবিবার (০৫ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ জুন ২০২২ তারিখ আনুমানিক ১১০০-১৮৩০ ঘটিকা পর্যন্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ শামস্ সাদেকিন নির্নয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পাগলা বাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় ০২ টি ট্রলার তল্লাশি করে আনুমানিক ১ কোটি ২০ হাজার মিটার সিনথেটিক মশারি জাল ও ১০০ পিচ চায়না চাই জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫৪ কোটি ০৫ লক্ষ টাকা। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ সদর নুশরাত আরা খানম এবং নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আয়নাল হক।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার পাগলা এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ৫ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর