thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সঠিক তথ্য উপাত্ত না দিলে ব্যবস্থা নেয়া হবে- বিএসইসি কমিশনার

২০২২ জুন ০৫ ১৬:২৬:১৯
সঠিক তথ্য উপাত্ত না দিলে ব্যবস্থা নেয়া হবে- বিএসইসি কমিশনার

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির ওয়েবসাইটে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে না। থাকে না অনেক কোম্পানির সর্বশেষ বছরের নিরীক্ষিত প্রতিবেদন। কখনও বার্ষিক প্রতিবেদন থাকে না। ফলে এসব তথ্যের আলোকে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া যায় না।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ (বিএসইসি) এর কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদরোববার (৫ জুন) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের(সিএমজেএফ) মিলনায়তনে অনুষ্ঠিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি স্বল্প সময়ের মধ্যে কোম্পানির ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করা, অ্যানুয়াল রিপোর্ট ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সন্নিবেশিত করার আহবান জানান।

এ বিষয়ে তিনি বলেন, বিএসইসি এ কারণে কারো বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিতে চায় না। তবে নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে এই ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, এটি সবাইকে মনে রাখতে হবে। পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এই কর্মশালার আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইকোনোমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) সভাপতি শারমিন রিনভী, সিএমজেএফের সাবেক সভাপতি হাসান ইমাম রুবেল,ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের সিইও রহমত পাশা, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেনন্টের সিইও রাশেদ হাসান,ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও তানজিম আলমগীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী।

কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর ডিজিএম সাইয়িদ মাহমুদ জুবায়ের ও মার্কেট ডেভেলেপমেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার সৈয়দ ফয়সাল আব্দল্লাহ। অনুষ্ঠানে সিএমজেএফ ফ্যামিলি ডে ২০২২ এর র‌্যাফেল ড্রতে মোটরসাইকেল বিজয়ীদের মধ্যে চাবি হস্তান্তর করা হয়। মোটরসাইকেল তিনটি স্পন্সর করেছে-ইউসিবি স্টক ব্রোকারেজ, ইউসিবি ইনভেস্টমেন্ট ও ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

(দ্য রিপোর্ট/ মাহা / ৫ জুন ,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর