thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

২২তম গ্র্যান্ড স্লাম জিতলেন রাফায়েল নাদাল

২০২২ জুন ০৬ ০৯:৩৪:১২
২২তম গ্র্যান্ড স্লাম জিতলেন রাফায়েল নাদাল

দ্য রিপোর্ট ডেস্ক: নরওয়েজীয় প্রতিপক্ষ ক্যাসপার রুডকে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন রাফায়েল নাদাল। এই শিরোপা জয়ে নিজেকেও ছাড়িয়ে গেলেন নাদাল। এখন নাদালের দখলে ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা।

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে ওঠার পথে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল নাদালকে। তবে সেমি থেকে শিরোপা জিতে নিতে কোনো বেগই পেতে হলো না বিশ্বের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী এ টেনিস তারকাকে।

আগেই ২১টি শিরোপা জিতে রেকর্ড গড়েছিলেন নাদাল। এবার ফ্রেঞ্চ ওপেনেও শিরোপা জিতে সেটিকে ২২-এ উন্নীত করলেন এ স্প্যানিয়ার্ড। ফাইনালে প্রতিপক্ষ ক্যাস্পার রুডকে দাঁড়াতেই দেননি নাদাল।

রোলা গাঁরোয় শিরোপা নির্ধারণী ফাইনালে সরাসরি সেটেই জিতেছেন নাদাল। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জেতার পর দ্বিতীয় সেটেও একই ব্যবধানে জেতেন তিনি। তৃতীয় সেটে ৬-০ ব্যবধানে জিতে শিরোপার আনন্দে ভেসেছেন এ স্প্যানিয়ার্ড।

এ নিয়ে ২২তম গ্র্যান্ড স্লাম জিতলেন নাদাল। এর মধ্যে ১৪টিই জিতেছেন ফ্রেঞ্চ ওপেনে। দুটিই বিশ্বরেকর্ড। আর কেউই এতো বেশি ফ্রেঞ্চ ওপেন ও গ্র্যান্ড স্লাম জিততে পারেনি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ৬ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর