thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

অগ্নিদগ্ধদের বাঁচাতে গিয়ে প্রাণ উৎসর্গ ৯ দমকল কর্মীর

২০২২ জুন ০৬ ০৯:৪৬:৩৩
অগ্নিদগ্ধদের বাঁচাতে গিয়ে প্রাণ উৎসর্গ ৯ দমকল কর্মীর

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের আরো এক কর্মীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বাহিনীর ৯ সদস্য এই দুর্ঘটনায় প্রাণ হারালেন।

রবিবার (৫ জুন) ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখা থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে সন্ধ্যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ কর্মীও রয়েছেন বলে সংবাদ সম্মেলন করে নিশ্চিত করেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।

মোহাম্মদ মমিনুর রহমান জানান, আগুনের ঘটনায় আহত হয়েছেন ১৪৬ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ৬ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর