thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি করার সিদ্ধান্ত : খাদ্যমন্ত্রী

২০২২ জুন ০৬ ১৭:০০:৪৯
বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি করার সিদ্ধান্ত : খাদ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, ‘সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

সোমবার (৬ জুন) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ‘চাল আমদানির সিদ্ধান্তের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

শুল্কমুক্তভাবে যেন চাল আনা যায়, তা নিয়েও আলোচনা হবে বলে জানান সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘চাল আমদানির ফলে কৃষক, বাজার ও সংশ্লিষ্ট অন্যান্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও নিশ্চিত করা হবে।’

এসময় খাদ্যমন্ত্রী আরও জানান, ‘অভিযানের মাধ্যমে লাইসেন্সের আওতায় আনা হচ্ছে মজুতদারদের। কাজেই কেউ চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবে না।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ৬ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর