thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

টি+১ পদ্ধতি শুরু করতে চাচ্ছে বিএসইসি

২০২২ জুন ০৬ ১৮:৪১:৪৩
টি+১ পদ্ধতি শুরু করতে চাচ্ছে বিএসইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের পুঁজিবাজারের উন্নয়নে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির জন্য (জেড ক্যাটাগরি ব্যতিত) লেনদেন নিষ্পত্তির সময়সীমা টি+১ চালু করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ পদ্ধতি শুরু হলে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ ক্রয়ের পরের দিনই তা বিক্রি করতে পারবেন। যার বাস্তবায়নের বিষয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) কাছে জানতে চেয়েছে।

সম্প্রতি ডিএসই, সিএসই ও সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

তথ্য মতে, বর্তমানে শেয়ারবাজারে টি+২ সেটেলমেন্ট চালু রয়েছে। এরফলে সিকিউরিটিজ ক্রয়ের ৩য় দিন গিয়ে বিক্রি করা যায়। এই সময়ের ব্যবধান কমিয়ে বিনিয়োগ সহজলভ্য করার জন্য টি+১ সেটেলমেন্ট চালু করতে চায় নিয়ন্ত্রক সংস্থা।

বিদেশিরা টি+১ সেটেলমেন্ট পছন্দ করে। অনেকদিন ধরেই বিএসইসি এই পদ্ধতি শুরু করবে গুঞ্জন শোনা যাচ্ছিলো। প্রায় বলা হচ্ছিলো শেয়ারবাজারে বিনিয়োগে আসার জন্য টি+১ সেটেলমেন্ট চায় বিদেশী বিনিয়োগকারীরা।

টি+১ বাস্তবায়ন করতে আগামী ৭ দিনের মধ্যে পরিকল্পনা চেয়ে উভয় স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএলকে চিঠি দিয়েছে বিএসইসি। এছাড়া, টি+১ বাস্তবায়নে রুলস অ্যান্ড রেগুলেশনের সংশোধনী, সিস্টেম মোডিফিকেশন এবং অন্যান্য প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে রোডম্যাপ দিতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/ মাহা / ৬ জুন,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর