thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

দিলকুশা সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

২০১৩ নভেম্বর ১২ ১২:২৩:৪০
দিলকুশা সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানী মতিঝিলের দিলকুশা সেন্টারের (২৮ দিলকুশা) আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে মঙ্গলবার সকাল পৌনে ১১টায় সূত্রপাত হয়। ভবনের দ্বিতীয় তলায় জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সর্ভিসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মেজর মো. জিহাদুল ইসলাম বলেন, ‘এ ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভবনটির প্রতিটি ফ্লোরে দমকলবাহিনীর সদস্যরা পর্যবেক্ষন করে দেখছেন। ইতিমধ্যে যারা আটকে পড়েছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে। আরও কেউ আটকে আছে কিনা তা দেখা হচ্ছে। বড় ধরনের কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে ধোয়ার কারণে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।’

ভবনের এক নিরাপত্তাকর্মী বলেন, ‘লিফটের পাশ দিয়ে পুরো ভবনের বৈদ্যুতিক কেবলগুলো রয়েছে। দোতলার জেনারেটরে আগুন লাগলে তা ওই বৈদ্যুতিক কেবলের মাধ্যমে ভবনের উপরের দিকে ছড়িয়ে পড়ে।’

(দিরিপোর্ট২৪/ডি-টি/এমসি/জেএম/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর