thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আবারো দরপতন পুঁজিবাজারে

২০২২ জুন ০৭ ১৭:০১:০১
আবারো দরপতন পুঁজিবাজারে

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার (৭ জুন) আগের দিনের মতো সূচকের নিম্নমুখীতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে।

ডিএসইর সুত্রমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে ৬৪৬৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১৪১০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে ২৩৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ২২৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ৭৩৯ কোটি ৮১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯৭৪ কোটি ৭ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩৭৬ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট কমে ১৮ হাজার ৯৬৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৬০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ৩০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত আছে ২৮টির। দিন শেষে সিএসইতে ৩৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/ মাহা / ৭ জুন,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর