thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচকের উত্থান

২০২২ জুন ০৯ ১১:১৪:১৫
সূচকের উত্থান

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ জুন) লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে সকাল থেকে সূচকের উত্থন-পতনে লেনদেন চলে। তবে দিন শেষে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। এদিকে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৪৮৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪১২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩৫৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৯০টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত আছে ৪০টির। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯১৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসের চেয়ে ১৭৭ কোটি টাকা বেশি।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৫১ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৪২২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৮৬ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯০৮৫ পয়েন্টে এবং সিএসআই সূচক ৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২০১ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০০টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। দিন শেষে সিএসইতে ২৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কম।

(দ্য রিপোর্ট/ মাহা / ৮ জুন,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর