thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সেঞ্চুরিতে তামিমের প্রস্তুতি, জয়-মুমিনুলের শূন্য

২০২২ জুন ১১ ০৭:০৫:১৪
সেঞ্চুরিতে তামিমের প্রস্তুতি, জয়-মুমিনুলের শূন্য

দ্য রিপোর্ট ডেস্ক: মাঠের বাইরে নানা আলোচনায় তার নাম। ব্যাটিংয়ে অর্ডারে ৪ নম্বরে নামা, টি-টোয়েন্টি খেলা না খেলা নিয়ে কতশত আলোচনা। কিছু আলোচনা তার পক্ষে যাচ্ছে। কিছু তার বিপক্ষে। বোর্ড সভাপতি, বিসিবি পরিচালক, গণমাধ্যম ত্রিমুখী আলোচনা এখনো চলছে।

কিন্তু ২২ গজে সেসবের কোনো আঁচ আসতে দিলেন না তামিম ইকবাল। ছন্দে থাকা এ ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন তুলে নিয়েছেন সেঞ্চুরি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দলের অন্য ব্যাটসম্যানরা যখন ২২ গজে ভুগছিলেন তখন তামিম প্রতাপশালী।

১৬২ বলে ১৪ চার ও ১ ছক্কায় বাঁহাতি ওপেনার তুলে নেন সেঞ্চুরি। প্রস্তুতি ম্যাচে রান পেলে আত্মবিশ্বাস বাড়ে। তামিমের ক্ষেত্রেও নিশ্চিত তাই হয়েছে। নিজের মতো করেই ইনিংস বড় করেছেন। উইকেটের চারপাশে যেমন শট খেলেছেন তেমনি ভালো বল সমীহ করেছেন। সেঞ্চুরিতে পৌঁছতে তার স্ট্রাইক রেট ছিল ৬১.৭৩। যেখানে ডট বল ছিল ৭২.৮৪ শতাংশ।

তামিম ভালো করলেও বাংলাদেশের জন্য উদ্বেগ্নজনক হয়ে উঠেছে জয় ও মুমিনুলের পারফরম্যান্স। এই দুই ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই ফিরেছেন সাজঘরে। জয় ডানহাতি পেসার লিওসের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। সদ্য অধিনায়কত্ব ছাড়া মুমিনুল অফস্পিনার বায়ার্ন চার্লসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।

রান পাননি এ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা লিটনও। ৪ রান করে সাজঘরে ফিরেছেন। দ্বিতীয় উইকেটে তামিমকে সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। ১৪০ রানের জুটি গড়েন তারা। যেখানে শান্তর অবদান ৫৪। ফিফটির পরই বাঁহাতি ব্যাটসম্যান ফেরেন সাজঘরে।

তামিমের সঙ্গে এ মুহূর্তে ক্রিজে ব্যাটিং করছেন ইয়াসির আলী চৌধুরী। ২৯ বলে ৯ রান এসেছে তার ব্যাট থেকে। ৪ উইকেটে বাংলাদেশের রান ১৮৩।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর