thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

২০২২ জুন ১১ ১২:৫৬:৩৪
ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ জুন) বেলা ১১টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। রাজধানী ঢাকাসহ দেশের মোট ৮ বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তথ্য অনুযায়ী, এবার ‘ঘ’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৩৩৬টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৮ হাজার ২৯ জন। সে হিসেবে আসনপ্রতি লড়ে ৫৮ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, দেশের সবকটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে অনিয়মের খোঁজ পাওয়া যায়নি।

তিনি বলেন, শুক্রবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে আমরা বহিরাগত দুজনকে আটক করেছি। আমরা সতর্কতার সঙ্গে সবকটি পরীক্ষা নিচ্ছি। এখনও কোনো পরীক্ষায় কেউ জালিয়াতির আশ্রয় নিতে পারনি।

পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধায় ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর