thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ক্যানসারের কাছে হেরে গেলেন মোহামেডানের ‘গাব্বার সিং’ সাজু

২০২২ জুন ১২ ১০:১৮:৪৮
ক্যানসারের কাছে হেরে গেলেন মোহামেডানের ‘গাব্বার সিং’ সাজু

দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্যানসারের সঙ্গে লড়াইটা ছিল দীর্ঘদিনের। হার মানলেন অবশেষে। আজ শনিবার বিকেলে রাজধানীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাবেক পেস বোলার মাহমুদুল হাসান সাজু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ৬ ফুটের বেশি উচ্চতার সুঠামদেহী সাজুকে তাঁর সতীর্থরা ডাকতেন ‘গাব্বার সিং’ নামে।

খেলোয়াড়ী জীবনে ঢাকা ক্রিকেট লিগের অন্যতম পারফর্মার ছিলেন সাজু। ’৭০ দশক ও আশি দশকের শুরুতে দাপটের সঙ্গে খেলেছেন মোহামেডানের উদ্বোধনী বোলার হিসাবে। তবে কখনো জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তার।

বিপিএল ফিক্সিং নিয়ে আকসুর তদন্তের পর অভিযুক্তদের বিচার কাজের প্রক্রিয়ায় শৃংখলাবিষয়ক প্যানেলেও সাজু ছিলেন সাবেক ক্রিকেটার হিসাবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর