thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সূচি

২০২২ জুন ১২ ১২:২১:৩৮
৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সূচি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশোধিত এই সময়সূচি অনুসারে আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই, চলবে ৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।

৬ জুন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষর করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

গত বছরের ২৯ অক্টোবর আটটি বিভাগীয় শহরের ৩৬৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।

৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী এ পরীক্ষার জন্য আবেদন করেন। এর মধ্যে প্রিলিমিনারিতে অংশ নেন ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন। প্রিলিতে পাস করেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সূচি পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd)।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর