thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ফের ডলারের বিপরীতে টাকার মান কমল

২০২২ জুন ১২ ১৯:৩৪:৪৫
ফের ডলারের বিপরীতে টাকার মান কমল

দ্য রিপোর্ট প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে টাকার মান ফের কমেছে। গত ৭ জুন প্রতি ডলার সর্বোচ্চ ৯২ টাকায় বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। তবে পরের দিনই হঠাৎ মার্কিন মুদ্রার দাম ৫০ পয়সা কমায় ব্যাংকটি। ফলে প্রতি ডলার ৯১ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়।

কিন্তু আজ রবিবার (১২ জুন) আবারও ডলারের দাম ৫০ পয়সা বেড়েছে। আজ আন্তঃব্যাংকে এক ডলার ৯২ টাকায় বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গত ৭ জুন প্রতি ডলারের দাম ৫ পয়সা বাড়িয়ে ৯২ টাকা করে বাংলাদেশ ব্যাংক। সবশেষ ৫০ পয়সা বাড়ানো হলো। এ নিয়ে এক মাসে আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে টাকার মান ৫ টাকা ৫ পয়সা কমল। এতে চলতি বছর ডলারের বিপরীতে ১০বার মান হারাল টাকা।

২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপরই ডলারের বিপরীতে টাকার মান কমতে থাকে। যা এখন পর্যন্ত অব্যাহত আছে।

বর্তমানে ৯২ থেকে ৯৩ টাকার মধ্যে ডলার কেনাবেচা করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে খোলাবাজারে প্রতি ডলারের মূল্য রাখা হচ্ছে ৯৮ থেকে ৯৯ টাকা পর্যন্ত।

করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী পণ্য সরবরাহ বিঘ্নিত হয়েছে। সেই রেশ না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ফলে বৈশ্বিক সরবরাহ সংকট আরও বাড়ে। এতে আমদানি ব্যয় বেড়ে যায়। ফলে মুক্তবাজার অর্থনীতি ডলারের দামও বৃদ্ধি পায়।

এতে বিশ্বের বিভিন্ন দেশে মূল্যস্ফীতি সৃষ্টি হচ্ছে। ফলে ডলারের বিপরীতে নানা দেশের মুদ্রার দরপতন হতেই আছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর