thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দরপতন চলছেই পুঁজিবাজারে

২০২২ জুন ১৩ ১৬:১৫:০৪
দরপতন চলছেই পুঁজিবাজারে

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় সোমবার (১৩ জুন) দরপতন অব্যাহত রয়েছে । প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণার পর এ নিয়ে দরপতন দ্বিতীয় দিন গড়ালো।

এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

ডিএসই ওয়েবসাইটসুত্রে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে ৬৩৯১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১৩৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২৩১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৭৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ২৫৩টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৬ কোটি ৪০ লাখ টাকা.

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৬৭ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৮৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬১ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৫৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির। দিন শেষে সিএসইতে ৪৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/ মা হা/ ১৩ জুন,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর