thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ডিএসইর নতুন সিআরও খাইরুল বাশার

২০২২ জুন ১৩ ১৭:৩৯:১৭
ডিএসইর নতুন সিআরও খাইরুল বাশার

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) পদে যোগ দিয়েছেন খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ। এর আগে তিনি এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

খাইরুল বাশার ২০১৮-২০১৯ মেয়াদে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অন্টারিও কলেজ থেকে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমপ্লায়েন্স অ্যাডমিনিস্ট্রেশনে (এফসিএ) পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হল থেকে বিজনেস ফাইন্যান্সে এমবিএ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

খায়রুল বাশার ১৯৯১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরে তিনি ঢাকা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, কানাডার টরেন্টোতে টিডি ব্যাংক ফাইন্যান্সিয়াল গ্রুপের ওয়েলথ ম্যানেজমেন্ট অপারেশনের টিম লিডার, মিউচুয়াল ফান্ড অপারেশন প্রাইভেট ট্রাস্টে অপারেশন অফিসারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ইসি সিকিউরিটিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিএসইর এই নতুন সিআরও সুদীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে আর্থিক পরিষেবা খাতে কাজ করেছেন। তার দেশে ও বিদেশে ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি টিডি ওয়েলথ ম্যানেজমেন্ট, টিডি ব্যাংক ফাইন্যান্সিয়াল গ্রুপ থেকে ২০০৭ অর্থবছরের জন্য পরিষেবা, টিমওয়ার্ক, অবদান এবং ফলাফলে ব্যতিক্রমী কৃতিত্বের জন্য সেরা কর্মকর্তার পুরস্কার (স্টার অ্যাওয়ার্ড) পেয়েছিলেন।

(দ্য রিপোর্ট/ মা হা/ ১২ জুন,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর