thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কুমিল্লা ছাড়াও যেসব এলাকায় চলছে ভোট

২০২২ জুন ১৫ ০৯:৪৭:১৭
কুমিল্লা ছাড়াও যেসব এলাকায় চলছে ভোট

দ্য রিপোর্ট প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন ছাড়াও দেশের ৫টি পৌরসভা, ১২৩টি ইউনিয়ন এবং একটি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে ৪৪টি ইউনিয়ন ও ৩টি উপজেলা পরিষদের বিভিন্ন শূন্য পদের উপনির্বাচনেও ভোটগ্রহণ হচ্ছে আজ। তবে ঝিনাইদহ পৌরসভারও নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন, কিন্তু ওই পৌরসভায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে। উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে।

এদিকে যে ৫টি পৌরসভায় আজ ভোট গ্রহণ চলছে সেগুলো হলো— মেহেরপুর পৌরসভা, গোপালগঞ্জের মুকসুদপুর ও গোপালগঞ্জ, রাঙামাটির বাঘাইছড়ি ও সিলেটের বিয়ানীবাজার।

এই ৫ পৌরসভার মধ্যে বিয়ানীবাজারে মেয়র পদে সর্বোচ্চ ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। গোপালগঞ্জেও ১০ জন প্রার্থী ছিলেন। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত কয়েক দফা সংবাদ সম্মেলন করে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন না বলে ঘোষণা দিয়েছেন ৯ জন প্রার্থী। ওই পৌরসভায় নির্বাচনী মাঠে রয়েছেন শুধু নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন। এছাড়া মুকসুদপুর পৌরসভায় ৫জন এবং বাঘাইছড়ি ও মেহেরপুর পৌরসভায় দুজন করে প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই ৫ পৌরসভায় মোট ভোটার এক লাখ ৪৬ হাজার ৯৯ জন এবং মোট ৭৯টি ভোটকেন্দ্রের ৪৩৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ হবে বলে জানা গেছে।

এছাড়াও খাগড়াছড়ির গুইমারায় উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন হচ্ছে। আর চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে দিনাজপুরের খানসামা ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে। ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে নেত্রকোনার মদন উপজেলায়।

উল্লেখ্য, কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দেশের বিভিন্ন এলাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৫ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর