thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কুসিক নির্বাচন: সাক্কু-রিফাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

২০২২ জুন ১৫ ২০:৪২:৫৯
কুসিক নির্বাচন: সাক্কু-রিফাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভোট গণনার সময় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বুধবার (১৫ জুন) শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বিকেল ৫টা থেকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসা শুরু হয়। এই ফলাফলে এগিয়ে আছেন গত দুবারের মেয়র সাক্কু।

এখন পর্যন্ত ৫৩টি কেন্দ্রের ফলে এগিয়ে আছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত আছেন দ্বিতীয় অবস্থানে। কেন্দ্রে প্রাথমিকভাবে ভোট গণনার পর এ ফল জানা গেছে।

তবে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় বেসরকারিভাবে ফল ঘোষণা করছে সেখানে এখন পর্যন্ত ১০টি কেন্দ্রের ফল জানা গেছে। সেখানে নৌকা প্রতীকের রিফাত ৪১৩০ ভোট পেয়ে এগিয়ে আছেন। আর টেবিল ঘড়ি প্রতীকের সাক্কু ৩৩২৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন।

বুধবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত পাওয়া কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায় ৫৩টি কেন্দ্রে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৬০ ভোট আর নৌকার আরফানুল হক রিফাত পেয়েছেন ২৫ হাজার ৩০০ ভোট।

এ ছাড়া স্বতন্ত্র আরেক প্রার্থী নিজামউদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে এই ৫৩ কেন্দ্রে ১৩ হাজার ৩৩৬ ভোট পেয়েছেন।

এর আগে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। বাকি কেন্দ্রগুলোয় এখনো চলছে ভোট গণনার কাজ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৫ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর