thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

বক্সারের সঙ্গে শ্রাবন্তীর ছবি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য নেটিজিনদের

২০২২ জুন ১৭ ১৫:৩৮:১৮
বক্সারের সঙ্গে শ্রাবন্তীর ছবি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য নেটিজিনদের

দ্য রিপোর্ট ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীকে নিয়ে প্রতিনিয়তই সমালোচনা চলতেই থাকে। গত সপ্তাহে শ্রাবন্তী অভিনীত ‘বিক্ষোভ’ সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ঢালিউডের এই সিনেমার প্রচারণায় আসতে পারেননি নায়িকা।

অন্য একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত তিনি। আর সেই সিনেমায় শ্রাবন্তীর সহশিল্পী হিসেবে রয়েছেন কৃষ্ণাঙ্গ মডেল ইদ্রিস ভার্গো।

শ্রাবন্তীর সঙ্গে ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমার প্রথম বলিউড প্রজেক্ট, সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে।’

এদিকে ওই পোস্টে অধিকাংশ মন্তব্যেই যৌন ইঙ্গিত করেছে নেটিজিনরা। কেউ আবার ইদ্রিসের ক্যাপশন ঠিক করে দেয়ার চেষ্টা করেছেন। তাদের দাবি, এটা বলিউড প্রজেক্ট নয়, টালিউড প্রজেক্ট হবে।

জানা গেছে, ইদ্রিস ভার্গো একজন পেশাদার বক্সার। মডেলিং ও অভিনয় করে থাকেন তিনি। নতুন এই সিনেমায় আরও থাকছেন ক্রুশল আহুজা ও দিতিপ্রিয়া রায়ও। এটি প্রযোজনা করছে এসকে মুভিজ।

শ্রাবন্তীকে সম্প্রতি বড় পর্দায় দেখা গেছে ‘ভয় পেও না’য়। যেখানে তিনি জুটি বেঁধেছেন ওম সাহানির সঙ্গে। সিনেমাটি খুব একটা সাড়া পায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৭ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর