thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রামনাথ-মোদির জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

২০২২ জুন ১৮ ০৭:২৬:১৪
রামনাথ-মোদির জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার হিসেবে এক হাজার কিলোগ্রাম ‘আম্রপালি’আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি সূত্র এ খবর জানিয়েছে।

নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কূটনীতিক সরকারি বার্তা সংস্থা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারতের প্রধানমন্ত্রী রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এ আম পাঠিয়েছেন।’

ওই কূটনীতি বলেন বলেন, শুক্রবার (১৭ জুন) ‘কূটনৈতিক চ্যানেল’ (ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়)-এর মাধ্যমে এই দুই সম্মানিত ব্যক্তির কাছে আমগুলো পাঠানো হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছর ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে দুই হাজার কিলোগ্রাম ‘হাড়িভাঙা’আম পাঠিয়েছিলেন।

‘আম্রপালি’ একটি হাইব্রিড জাতের আম, যা মূলত বাংলাদেশের রাজশাহী অঞ্চলে জন্মে। স্বাদ ও রসালো প্রকৃতির জন্য এটি বাংলাদেশে খুবই জনপ্রিয়।

খবর বাসস।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৭ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর