thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বন্যাদুর্গতদের দেখতে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০২২ জুন ২১ ০৯:১৬:০৪
বন্যাদুর্গতদের দেখতে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সকালে প্রধানমন্ত্রী সিলেট পৌঁছাবেন।

প্রধানমন্ত্রী সকাল ৮টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওয়ানা দিবেন। হেলিকপ্টার থেকে নেত্রকোনার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর আসবেন সিলেট সার্কিট হাউসে। সেখানে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যেতে পারেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার (১৯ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার (২১ জুন) সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। তিনি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতিও পরিদর্শন করবেন।

গত ১৫ থেকে ১৭ জুন ভারতের আসাম ও মেঘালয় রাজ্য থেকে তিনদিনের টানা বৃষ্টির পানির ঢল এবং সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণের কারণে সিলেট শহরসহ বিভাগের প্রায় সব জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২১জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর