thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

ডেঙ্গু আক্রান্ত হয়ে বছরের প্রথম মৃত্যু, ভর্তি আরও ২৭

২০২২ জুন ২১ ২১:৪৩:০৪
ডেঙ্গু আক্রান্ত হয়ে বছরের প্রথম মৃত্যু, ভর্তি আরও ২৭

দ্য রিপোর্ট প্রতিবেদক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ওই রোগী চিকিৎসাধীন ছিলেন। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৭ জন। রাজধানীর বাইরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী ভর্তি বা শনাক্ত হয়নি।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি ও অপারেশন সেন্টারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৭ জন। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ডেঙ্গুতে এটিই এ বছরের প্রথম মৃত্যুর ঘটনা।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২১ জুন পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৮০৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯৭ জন। বর্তমানে মোট রোগী ভর্তি আছেন ১১০ জন। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০৬ জন। বাকি চারজন ঢাকার বাইরে ভর্তি চিকিৎসাধীন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২১জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর