thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

প্রতি কিলোতে যাত্রীপ্রতি রেলের ব্যয় ২.৪৩ টাকা: রেলমন্ত্রী

২০২২ জুন ২৭ ১৯:৪১:২৪
প্রতি কিলোতে যাত্রীপ্রতি রেলের ব্যয় ২.৪৩ টাকা: রেলমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলওয়ের প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ব্যয় ২.৪৩ টাকা ও আয় ০.৬২ টাকা। অন্যদিকে টনপ্রতি পণ্য বহনে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে ৮.৯৪ টাকা ও আয় হয়েছে ৩.১৮ টাকা।

আজ সোমবার (২৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। ২০১৮-২১ অর্থবছরের রেলওয়ে কস্টিং প্রোফাইলের ভিত্তিতে এ তথ্য তুলে ধরেন।

প্রশ্নের জবাবে মন্ত্রী রেলওয়ের গত পাঁচ বছরের (২০১৬-১৭ অর্থ বছর থেকে ২০২০-২১ অর্থবছর) আয়ের পরিসংখ্যান তুলে ধরেন। মন্ত্রীর তথ্যমতে, পাঁচ বছরে রেলপথে ৩৬ কোটি ১৭ লাখ যাত্রী ও দুই কোটি আট লাখ ১৩ হাজার টন পণ্য বহন করা হয়েছে। এ সময়ের মধ্যে রেলের আয় হয়েছে ৬৮ কোটি ৮৬ লাখ ৫১ হাজার টাকা।

মন্ত্রী আরও বলেন, নিরাপদ ও আরামদায়ক হওয়ায় দেশের সবচেয়ে বড় এ গণপরিবহন খাতে যাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৭ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর