thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘পদ্মা সেতুতে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে’ 

২০২২ জুন ২৯ ১৬:১৫:৫০
‘পদ্মা সেতুতে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে’ 

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পদ্মা সেতুতে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সজাগ আছে।

বুধবার (২৯ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার ২ পাড়ে দুটি থানা স্থাপন করা হয়েছে জানিয়ে বলেন, থানাগুলোতে যথেষ্ট সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে। যাতে নাশকতা কিংবা কোনো ধরনের ঘটনা না ঘটে সে জন্য আমরা সজাগ রয়েছি।

মন্ত্রী পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর বিষয়ে বলেন, মোটরসাইকেলের সিদ্ধান্ত এখনও হয়নি। এটা আমাদের সেতু বিভাগ চিন্তাভাবনা করছে এবং অন্যান্য সংস্থাও এটা নিয়ে আলোচনা করছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৯ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর