thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

২০২২ জুলাই ০১ ২১:১৪:০৪
সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: চলতি বছর সৌদি আরবে হজ করতে যেয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশের নয় হজযাত্রী মারা গেছেন। সর্বশেষ মারা যাওয়া দুই বাংলাদেশি রাজধানীর বাড্ডার বাসিন্দা মোসা. ফাতেমা বেগম ও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রফিকুল ইসলাম। বৃহস্পতিবার রাতে মক্কায় তাদের মৃত্যু হয়।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। হজ পালনে গিয়ে মারা যাওয়া অপর সাত বাংলাদেশি হলেন-টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত ৪৮ হাজার ১৭১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৭৮৬ জন। মোট ১৩৩টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭৫ টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৮ টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে এই হজযাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০১ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর