thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

রাজধানীর অলিগলিতে চলছে পশু কোরবানি

২০২২ জুলাই ১০ ১০:৩৭:০৩
রাজধানীর অলিগলিতে চলছে পশু কোরবানি

দ্য রিপোর্ট প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার তাৎপর্যকে ধারণ করে রাজধানীর অলিগলিতে চলছে প্রিয় পশু কোরবানি। আল্লাহর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা যার যার পছন্দের পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন।

রবিবার (১০ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় পশু কোরবানির এ চিত্র।

পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হচ্ছে। তার আগে প্রতিটি মসজিদ, মাদরাসা, মাঠ, খোলা জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে দেশ ও বিশ্বের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জামাত শেষে প্রত্যেকে নিজ নিজ পশু কোরবানির উদ্দেশ্যে বের হয়।

পশু কোরবানির সঙ্গে সঙ্গে ঈদুল আজহার মর্মবাণী সব ধর্ম প্রাণ মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর