thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

বন্যাদুর্গতদের মাঝে কোরবানি মাংসসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড

২০২২ জুলাই ১২ ১৭:৩৮:৪৪
বন্যাদুর্গতদের মাঝে কোরবানি মাংসসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক: মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি এদেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি যে কোনো ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় সিলেট সুনামগঞ্জে বন্যা দুর্গত এলাকায় মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় বন্যার শুরু থেকে তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই অংশ হিসেবে গত ০৯ জুলাই ২০২২ পবিত্র ঈদ উল আযহা সামনে রেখে সিলেট সুনামগঞ্জে বন্যা দুর্গত এক হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী (সেমাই, চিনি, চাউল, পেঁয়াজ, আলু, ডাল ও তেল) বিতরণ করা হয় এবং গত ১০ ও ১১ জুলাই ২০২২ সিলেট সুনামগঞ্জে বন্যা দুর্গত আরো দুই হাজার পরিবারের মাঝে কোরবানি গরুর মাংস বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সিলেট-সুনামগঞ্জ এলাকার পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত কোস্ট গার্ডের ত্রাণ বিতরণসহ সকল ধরণের সার্বিক সহযোগীতা অব্যহত থাকবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর