thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১

২০২২ জুলাই ১৬ ২০:২৪:৩৯
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শনিবার (১৬ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর বন্যায় মোট প্রাণহানির সংখ্যা ১২১ জনে দাঁড়িয়েছে।

নিহত দুজনই বন্যার পানিতে ডুবে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সিলেটে ৬৭ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন। এ নিয়ে বন্যায় মোট প্রাণহানির সংখ্যা ১২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। জেলা হিসাবে বেশি মানুষ মারা গেছে সুনামগঞ্জে।

মৃতদের মধ্যে বন্যার পানিতে ডুবে ৯৪ জন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুজন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে ৯ জন মারা গেছে।

গত ১৭ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৬ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর