thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

বক্স অফিসে ব্যর্থ রণবীরের ১৫০ কোটির 'শমশেরা'

২০২২ জুলাই ২৪ ১৭:১৪:২২
বক্স অফিসে ব্যর্থ রণবীরের ১৫০ কোটির 'শমশেরা'

দ্য রিপোর্ট ডেস্ক: রণবীর কাপুরের বহুল আলোচিত সিনেমা 'শমশেরা'। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরেছেন রণবীর। তবে মুক্তির পরে ছবিটি মুখ থুবড়ে পরে বক্স অফিসে সিনেমাটি। ভক্তদের যেন মন ভরাতে পারছেন না রণবীর।

সিনেমাটি ২২ জুলাই মুক্তি পায়। মুক্তির প্রথম দিনে আয় হয় ১০ কোটি রুপি। তবে নির্মাতারা ভেবেছিলেন ১৪ থেকে ১৫ কোটি আয় করবে 'শমশেরা'। সেটি হয়নি। দ্বিতীয় দিনেও খুব একটা সাড়া ছিল না। সিনেমাটি দ্বিতীয় দিনে আয় করেছে ১০.২৫ কোটি রুপি।

সিনেমাটি নির্মিত হয়েছে ১৮০০ সালের পটভূমিতে ডাকাতদের গল্প নিয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন করণ মালহোত্রা। আরও আছেন সঞ্জয় দত্ত এবং বাণী কাপুর।

এর আগে অগ্রিম টিকিট বিক্রি করে আয় করেছে ২ কোটি রুপি। সেটি দেখে অনেকে ভেবেছিলেন ‘শমসেরা’ বক্স অফিস মাতাবে। কিন্তু সেটি হচ্ছে না। তবে নির্মাতারা আশা করছেন সামনের দিনগুলোতে ঘুড়ে দাঁড়াবে সিনেমাটি।

বিশ্বব্যাপী ৫ হাজার ৫৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১৫০ কোটি বাজেটের ‘শমশেরা’।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৪ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর