thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

দোহারবাসী ২১ বছর পর নতুন মেয়র পেলেন

২০২২ জুলাই ২৮ ০৯:৪৪:৩৫
দোহারবাসী ২১ বছর পর নতুন মেয়র পেলেন

দ্য রিপোর্ট প্রতিনিধি:২১ বছর পর আবার ভোট দিয়েছেন দোহার পৌরসভার ভোটাররা । উৎসবমুখর পরিবেশে নির্বাচিত করেছেন নতুন মেয়র। ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর এ পৌরসভায় শেষ ভোট হয়। নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ার আগেই সীমানা জটিলতাসহ বিভিন্ন মামলায় থমকে যায় নির্বাচন

বুধবার ভোট গণনা শেষে রাত ৮টার দিকে আলমাছ উদ্দিনকে মেয়র ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম।

আলমাছ দোহার উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক এবং সাবেক কাউন্সিলর।

জগ প্রতীকে তিনি পেয়েছেন ছয় হাজার ৬৯৪ ভোট।

তার নিকট প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম বাবুল হেলমেট প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ২৩ ভোট, উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-ভাপতি মো. জাহাঙ্গীর আলম চামচ প্রতীকে দুই হাজার ৩০৫ ভোট, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ নারকেল গাছ প্রতীকে চার হাজার ৫৬৬ ভোট পেয়েছেন।

এবার দলীয় প্রতীকে কেউ ভোটের লড়াইয়ে নামেননি।

২০০০ সালের ২৬ সেপ্টেম্বর এ পৌরসভায় শেষ ভোট হয়। নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ার আগেই সীমানা জটিলতা আর ভোটার তালিকা নিয়ে বেশ কয়েকটি মামলা হলে থমকে যায় নির্বাচন। মামলার বিচার শেষে ২০১৯ সালের ১৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি প্রথম শ্রেণির এই পৌরসভায়।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, বুধবারের ভোটে দোহার পৌরসভায় মোট ভোটার ছিলেন ৪৩ হাজার ৬৬ জন। তাদের মধ্যে পুরুষ ২১ হাজার ৭৪০ জন আর নারী ভোটার ২১ হাজার ৩২৬ জন। নির্বাচনে বৈধ ভোট পড়েছে ২৫ হাজার ৫১৭টি, বাতিল হয়েছে ৪৯টি।

২১টি কেন্দ্রের ১৩৪টি ভোটকক্ষে ২০১টি ইলেকট্রনিক ভোটিং মেশিনে বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। প্রথমবারের মত এ পৌরসভার প্রতিটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হয়।

এবার নির্বাচনে আটজন মেয়র পদে, সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন আর সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটের দিন সরজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, উৎসবমুখর প্রতিবেশে প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোগ হয়েছে। ২০ বছর আগে যারা ভোটার হয়েছেন। তারা এবারই প্রথম ভোট দিতে পেরেছেন। দীর্ঘদিন পর ভোট হওয়ায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করেছে। দীর্ঘদিন পর ভোট দিতে এসে খুশি ছিলেন প্রবীণ ভোটাররা। এছাড়া প্রথমবারের মত ভোট দিয়ে উৎফুল্ল ছিলেন তরুণ ভোটাররা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর