thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

আগামী রোববার থেকে ৬০টি হলে চলবে 'পরাণ'

২০২২ জুলাই ২৮ ২০:১৭:৪৫
আগামী রোববার থেকে ৬০টি হলে চলবে 'পরাণ'

দ্য রিপোর্ট প্রতিবেদক:বেড়ে চলেছে 'পরাণ' সিনেমার হল সংখ্যা। আগামীকাল শুক্রবার এই সিনেমার হল সংখ্যা দাঁড়াবে ৫৬। এরপর আগামী রোববার থেকে ৬০টি হলে চলবে 'পরাণ'।

মুক্তির তৃতীয় সপ্তাহ পার করে চতুর্থ সপ্তাহে সাফল্যের সঙ্গে দর্শক ধরে রাখায় উচ্ছ্বসিত সিনেমাটির পরিচালক, অভিনয়শিল্পী ও প্রযোজক।

মিম বলেন, 'এখনো কোনো কোনো হলে হাউজফুল যাচ্ছে সিনেমাটি। টানা এতদিন সফলতা ধরে রেখেছে এটি, সেজন্য দর্শকদের কাছে কৃতজ্ঞ আমি।'

মিম আরও বলেন, 'এটা পরাণ সিনেমার জন্য রেকর্ড। হল সংখ্যা যেমন বাড়ছে, দর্শকদের মাঝে আগ্রহও বাড়ছে।'

পরাণ সিনেমার অন্যতম অভিনেতা ইয়াশ রোহান বলেন, 'পরাণের সঙ্গে দর্শকরা একটানা আছেন, এটাই সবচেয়ে ভালো খবর।'

সিনেমাটির পরিচালক রায়হান রাফি বলেন, 'দর্শকরাই সিনেমার প্রাণ। ঈদের পর থেকে এখনও হলে ব্যাপকভাবে দর্শকরা আসছেন, সেজন্য ভীষণ খুশি আমি। পরিশ্রম সার্থক মনে হচ্ছে।'
লাইভ টেকনোলজিস লিমিটেডের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, 'পরাণ এখনও ঢাকাসহ সারাদেশে দর্শকদের পছন্দের তালিকায়। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি।'

কোরবানির ঈদে মুক্তি পায় ত্রিভুজ প্রেমের চলচ্চিত্র 'পরাণ।' সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর