thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

ছুরিকাঘাতে খুন বুলবুলের বিভাগে ১০ দিন ক্লাস-পরীক্ষা স্থগিত

২০২২ জুলাই ২৯ ১৯:৫১:১৯
ছুরিকাঘাতে খুন বুলবুলের বিভাগে ১০ দিন ক্লাস-পরীক্ষা স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ হত্যাকাণ্ডে তার বিভাগে বিরাজ করছে শোকের ছায়া। এ অবস্থায় ১০ দিনের জন্য ক্লাস পরীক্ষা স্থগিত করেছে ওই বিভাগ। এছাড়া শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বুলবুলের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়।

আজ শুক্রবার সকাল ১০টায় লোকপ্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা তাসনিম জানান, ‘বুলবুলের এই অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। তার এভাবে মৃত্যু ঘটবে আমরা ভাবতেও পারিনি। তার সহপাঠীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। এ অবস্থায় বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানকে জানায় যে, তারা এই অবস্থায় ক্লাস ও পরীক্ষা দিতে মানসিকভাবে প্রস্তুত না। মানসিকভাবে প্রস্তুত হতে তাদের কিছুদিন সময় লাগবে। এরপর ১০ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার জন্য তারা আবেদন করে। আবেদনের ভিত্তিতে গত ২৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।’

শামীমা তাসনিম বলেন, বুলবুলের মৃত্যুর পরের দিন তাদের বর্ষের ভাইভার সময়সূচি নির্ধারিত ছিল। তার আর ভাইভা দেওয়া হয়নি। বুলবুলের মৃত্যুর পর থেকে তার বিভাগে কোনো ক্লাস, পরীক্ষা বা ভাইভা নেওয়া হয়নি। তবে বিভিন্ন বর্ষের পরীক্ষার শিডিউল ছিল। সবাই এখন মানসিকভাবে ভেঙে পড়েছে।’

বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক বলেন, ‘বুলবুলের মৃত্যুতে আমাদের সবাই বন্ধু শূন্যতা অনুভব করছি। আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। যেদিন বুলবুল মারা গেছে এর আগের দিন আমাদের পরীক্ষার ‘একটি সেমিনার’ ছিল। বুলবুল এতে অংশ নেয়। আর যেদিন মারা গেছে এর পরের দিন আমাদের ভাইভা ছিল। এরপর তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ক্লাস রুটিন পেয়ে যেতাম। কিন্তু বুলবুলের আর ভাইভা দেওয়া হলো না। ছিনতাইকারীরা তাকে বাঁচতে দেয়নি। আমরা সবাই শোকাহত। সে খুব মেধাবী ছাত্র ছিল। ও থাকলে আমরা আরও অনেক দূর আগাইতে পারতাম। অনেক ভালো পড়াশোনা করতাম।’

বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল
শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বুলবুলের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আগামী রবিবার বুলবুলের বিভাগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৯ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর