thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

২০২২ জুলাই ৩০ ০৪:২৯:০৫
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রণয় কুমার ভার্মা। বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন তিনি।

শুক্রবার (২৯ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রণয় কুমার ভার্মাকে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগের কথা জানায়।

প্রণয় কুমার বর্তমানে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালের ২৫ জুলাই সেখানে নিযুক্ত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে, ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন তিনি।

প্রসঙ্গত, প্রণয় কুমার ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগের বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে আগেই আভাস মিলেছিল।

১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর কূটনীতিক হিসেবে হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে দায়িত্ব পালন করেছেন প্রণয় কুমার ভার্মা।

অন্যদিকে, বিক্রম কুমার দোরাইস্বামীর নতুন কর্মস্থল হচ্ছে যুক্তরাজ্য। সেখানে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন বিক্রম দোরাইস্বামী। তিনি ভারতের পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। তিনি রীভা গাঙ্গুলী দাসের স্থলাভিষিক্ত হন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর