thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

৬ ডিসেম্বর মুক্তি পাবে আকাশ কত দূরে

২০১৩ নভেম্বর ১২ ১৩:৪৮:১১
৬ ডিসেম্বর মুক্তি পাবে আকাশ কত দূরে

দিরিপোর্ট ২৪ প্রতিবেদক : সামিয়া জামান পরিচালিত ‘আকাশ কত দূরে’ চলচ্চিত্রটি ৬ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ফিউচারপার্ক ব্লকবাস্টার সিনেমাস ও বলাকা সিনেওয়ার্ল্ডে মুক্তি পাবে।

চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেছেন জুলফিকার রাসেল। ছবিটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ফারিয়া।

এছাড়া ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, শর্মিলী আহমেদ, মোস্তফা প্রকাশ, মিশা সওদাগর, অঙ্কন প্রমুখ। চিত্রগ্রাহক খায়ের খন্দকার। সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু ও বেলাল খান। আবহসংগীত সুজন বিন ওয়াদুদ। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু, কণা, বেলাল খান, খেয়া, প্রান্তি প্রমুখ।

সামিয়া জামান বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি। সুস্থ বিনোদনমূলক চলচ্চিত্র বলতে যা বোঝায় এটি সেরকম। ছবিটির গল্প সব বয়সের, সব ধরনের দর্শককে টানবে। এটি আমার দ্বিতীয় ছবি।

(দিরিপোর্ট২৪/এমসি/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর