thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

মান্কিপক্স নিতে সতর্কতা

২০২২ জুলাই ৩০ ১৬:১১:৫২
মান্কিপক্স নিতে সতর্কতা

দ্য রিপোর্ট প্রতিবেদক :

বিশ্বের অনেক দেশে ক‌রোনার পর মাঙ্কিপক্স ছড়া‌চ্ছে। বাংলাদেশেও এই ভাইরাসটি ছ‌ড়ি‌য়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

শনিবার (৩০ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে সবাইকে সতর্ক করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, মাঙ্কিপক্স সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির কাছাকা‌ছি দূরত্ব বা দীর্ঘ সময় আক্রান্ত ব্য‌ক্তির সান্নিধ্যে থাকলে এবং আক্রান্ত অন্য ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক যোগাযোগ হলে যে কেউ এতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বেন।

জানা গেছে, এখন পর্যন্ত বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রায় ১৭ হাজার মানুষ মা‌ঙ্কিপ‌ক্সে আক্রান্ত হয়েছেন এবং আক্রান্তদের ম‌ধ্যে মারা গেছেন ৭৫ জন। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সকে শনাক্তযোগ্য ও বর্ধনশীল ব্যাধি হিসেবে বর্ণনা করেছেন। গত ২৩ জুলাই মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, প্রতিদিনই মাঙ্কিপক্সে আক্রান্তের খবর আসছে। গতকালও ব্রাজিলে দু’জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি কোন দিকে যায় বলা মুশকিল। তাই আতঙ্কিত না হয়ে এখন থেকেই সতর্ক থাকতে হবে। করোনা চীন হয়ে ইতালি দিয়ে বাংলাদেশে এসেছে, মাঙ্কিপক্স যে একইভাবে আসবে না তা নিশ্চিত নয়। তাই সময় থাকতে সচেতন হতে হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর