thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও কমবে- তথ্যমন্ত্রী

২০২২ আগস্ট ০৮ ২২:০৬:০৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও কমবে- তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও কমবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রভাব দেশে আসতে আসতে দুই মাস লেগে যেতে পারে বলেও মনে করেন তিনি।

সোমবার (৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে যে দাম কমে তার ইফেক্ট দেশে আসতে ২ মাস সময় লাগে। এখন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) যে টাকায় চুক্তি করবে তার প্রভাব ২ মাস পরে পড়বে।

‘বিশ্ববাজারে দাম কমের ইফেক্ট যখন দেশে আসবে, তখন তেলের দাম সমন্বয় করা হবে। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় তেলের দাম না বাড়িয়ে কোনো উপায় ছিল না।’

তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম ৭০ থেকে ১০০ ভাগ বৃদ্ধি পেয়েছে। গত বছর তেলের দাম বাড়ায়নি। গত বছর ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছি। এভাবে ভর্তুকি দেয়া কোনোভাবেই সম্ভব না। গত ৩ মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা লোকসান দিয়েছে। এ জন্যই দাম বাড়ালো হয়েছে।

‘কিছু তেল ভারতে পাচার হচ্ছিল। ভারত থেকে আসা লরি ট্রাক তেল ভরে নিয়ে যায়। সরকার দাম বাড়ানোর পরেও ডিজেলে ভর্তুকি দিতে হবে।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর