thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

রায়নার অনুপ্রেরণা শচিন

২০১৩ নভেম্বর ১২ ১৩:৫৭:২২
রায়নার অনুপ্রেরণা শচিন

দিরিপোর্ট২৪ ডেস্ক: সামর্থ্যের প্রমাণ দিয়ে ভারতের জাতীয় ক্রিকেট দলে নিজের অবস্থান দৃঢ় করেছেন সুরেশ রায়না। ক্রিকেটে ভালো করার পেছনে তার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন শচিন টেন্ডুলকার।

২০০৭ সালে উইজডেন ওয়েবসাইটে পরবর্তী টেন্ডুলকারের খেতাব পাওয়া রায়না বলেছেন, ‘আমার মনে আছে, আমি যখন কানপুরে স্পোর্টস হোস্টেলে ছিলাম তখন ওয়ানডে টুর্নামেন্ট চলছিল। শচিনের অনুশীলনের সময় আমি বল বয়ের কাজ করতাম। ব্যাটিং শেষে টিপস নেওয়ার জন্য আমি তার কাছে গেলে তিনি আমাকে ক্রিকেট খেলার ব্যাপারে উৎসাহ এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। তার অনুপ্রেরণাতেই দলে আসতে পেরেছি।’

স্মৃতিচারণ করতে গিয়ে রায়না আরো বলেছেন ‘তরুণদের জন্য শচিন হলেন একজন অবিভাবক। তার নিয়মানুবর্তীতা, সততা এবং কঠোর পরিশ্রম থেকে আমরা অনুপ্রেরণা পাই। যা কিনা আমাদের পথ চলতে সহায়তা করে। তিনি ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতেন্। এমনকি অতিরিক্ত সময়টুকুও অনুশীলনের কাজে লাগাতেন। আমাদের সবসময় পরামর্শ দিতেন এবং বলতেন খেলা ও পরিবারকে সবসময় সম্মান করতে।’

রায়না বলেছেন, ‘আমার মনে আছে, শ্রীলঙ্কাতে অভিষেক ম্যাচে আমি সেঞ্চুরি করেছিলম। ওই ম্যাচে শচিন ডাবল সেঞ্চুরি করেন। পঞ্চম উইকেট জুটিতে আমরা ২৫৬ রান সংগ্রহ করেছিলাম। লাঞ্চের পর তিনি আমাকে বলেছিলেন যে তোমার নাম, যশ এবং টাকা সবই হবে।তাই ধৈরযের চাবিটা সবসময় নিজের কাছে রেখো।’

আগে বল বয় থাকলেও পররর্তীতে জাতীয় দলে নিজের আদর্শের ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন রায়ানা। এ বিষয়ে তিনি বলেছেন, ‘শচিন টেন্ডুলকার গান পছন্দ করেন। আমরা একসঙ্গে মোহাম্মদ রাফি ও কিশোর কুমারের গান শুনতাম। ড্রেসিংরুমে তাকে খুব মিস করবো।’

(দিরিপোর্ট২৪/এমআই/সিজি/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর