thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

নুরুকে আগামী ৭ কর্মদিবসে মধ্যে আদালতে হাজিরের নির্দেশ

২০২২ আগস্ট ১১ ২০:৫৬:২৮
নুরুকে আগামী ৭ কর্মদিবসে মধ্যে আদালতে হাজিরের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতির দায়ের করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আগামী ৭ কর্মদিবসে মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরেফিন আহমেদ হ্যাপী এই আদেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন, পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন দাখিলের পর বৃহস্পতিবার শুনানিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতের বিচারক নুরুল হক নূরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেন। যদি ৭ কর্মদিবসে সে হাজির না হন, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

এ বিষয়ে জানতে নুরের ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করা হলে রবিউল নামের একজন বলেন, তিনি এখন পাশে নেই।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর