thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বনানীতে গাড়ির ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত

২০২২ আগস্ট ১২ ১১:৫১:৫৮
বনানীতে গাড়ির ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামের সামনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মো. শহিদুল ইসলাম (৫০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই যাত্রী।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাদের ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়। এ ঘটনায় যাত্রী মালতি রানী (৪৫) ও বিশ্বজিৎ (২৫) গুরুতর আহত অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তারা সম্পর্কে মা ও ছেলে।

বনানী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়দল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়। বাকি দুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। মায়ের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, নিহতের গ্রামের বাড়ি যশোর জেলায়। আহতদের গ্রামের বাড়ি নাটোরে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর