thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

হিলিতা দাম বেড়েছে মুরগি ও ডিমের

২০২২ আগস্ট ১৪ ১০:৩৫:৩০
হিলিতা দাম বেড়েছে মুরগি ও ডিমের

দ্য রিপোর্ট প্রতিবেদক:এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। এছাড়া হালিপ্রতি ডিমের দাম বেড়েছে ৬ টাকা। প্রকারভেদে ১৩০ টাকার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি। ৪০ টাকার ডিম বিক্রি হচ্ছে ৪৬ টাকা হালি।

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় হিলির মুরগি বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছিলো ১৩০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে। এছাড়া বেড়েছে ডিমের হালি। গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪০ টাকা হালি, এখন বিক্রি হচ্ছে ৪৬ টাকা হালি।

হিলি বাজারে ব্রয়লার মুরগি কিনতে আসা রফিকুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, গরুর মাংস, খাসির মাংস আর দেশি মুরগির যে দাম তা আমাদের নাগালের বাইরে। তাই ব্রয়লার মুরগির মাংস খেতে হয় আমাদের। কিন্তু এই মুরগিরও দাম অনেক বেড়ে গেলো।

বাজারে ডিম কিনতে আসা আইজার আলী রাইজিংবিডিকে বলেন, বাজারে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। ৩২ টাকার হালি ডিম বাড়লো ৩৪ থেকে ৩৬ টাকা হালি। আজ আবার দেখছি ৪৬ টাকা হালি ডিম দোকানদার চাচ্ছে। সবকিছুই নাগালের বাইরে চলে যাচ্ছে।

হিলি বাজারের মুরগি ব্যবসায়ী মোকাদ্দেস হোসেন রাইজিংবিডিকে বলেন, দেশি আর পাকিস্তানি মুরগির দাম স্বাভাবিক আছে। তবে ৫ থেকে ৭ দিন হলো ব্রয়লার মুরগির দাম অনেক বেড়ে গেছে। মুরগির খাদ্যের দাম অনেক বেশি। ২ হাজার টাকা মুরগির খাদ্যের বস্তা এখন ৩ হাজার টাকা দরে খামারিরা কিনছেন। তাই মুরগির দাম বেড়ে গেছে।

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। এছাড়া হালিপ্রতি ডিমের দাম বেড়েছে ৬ টাকা। প্রকারভেদে ১৩০ টাকার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি। ৪০ টাকার ডিম বিক্রি হচ্ছে ৪৬ টাকা হালি।

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় হিলির মুরগি বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছিলো ১৩০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে। এছাড়া বেড়েছে ডিমের হালি। গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪০ টাকা হালি, এখন বিক্রি হচ্ছে ৪৬ টাকা হালি।

বাজারে ডিম কিনতে আসা আইজার বলেন, বাজারে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। ৩২ টাকার হালি ডিম বাড়লো ৩৪ থেকে ৩৬ টাকা হালি। আজ আবার দেখছি ৪৬ টাকা হালি ডিম দোকানদার চাচ্ছে। সবকিছুই নাগালের বাইরে চলে যাচ্ছে।

হিলি বাজারের মুরগি ব্যবসায়ী মোকাদ্দেস হোসেন বলেন, দেশি আর পাকিস্তানি মুরগির দাম স্বাভাবিক আছে। তবে ৫ থেকে ৭ দিন হলো ব্রয়লার মুরগির দাম অনেক বেড়ে গেছে। মুরগির খাদ্যের দাম অনেক বেশি। ২ হাজার টাকা মুরগির খাদ্যের বস্তা এখন ৩ হাজার টাকা দরে খামারিরা কিনছেন। তাই মুরগির দাম বেড়ে গেছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর