thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

৬ ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিস 

২০২২ আগস্ট ১৮ ১৭:০৫:৫৬
৬ ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিস 

দ্য রিপোর্ট প্রতিবেদক:ডলার নিয়ে কারসাজি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারণ দর্শানোর নোটিস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার এ নোটিস দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক সূত্র নিশ্চিত করেছে।

যেসব ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সেগুলো হলো—সাউথ ইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, ডলার নিয়ে কারসাজি করে অতিরিক্ত মুনাফার করার অভিযোগে ৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বুধবার কারণ দর্শানোর নোটিস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অন্যান্য ব্যাংকও পরিদর্শন করবে কেন্দ্রীয় ব্যাংকের টিম। যদি কারও বিরুদ্ধে অনিয়ম পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া, সব ব্যাংককে জানিয়ে দেওয়া হয়েছে, ডলার বিক্রিতে অতিরিক্ত মুনাফা করে তা আয় খাতে দেখানো যাবে না।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ডলার কারসাজির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন দল নিয়মিত কাজ করছে। ডলারের সংকট ও কারসাজির সঙ্গে জড়িত থাকায় এর আগে ৬ ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের অপসারণ, ৫টি মানি এক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত এবং ৪৫টি মানি এক্সচেঞ্জ হাউজকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। এছাড়া, যাতে কেউ কৃত্রিমভাবে ডলার সংকট না করতে পারে, তার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মেও নজরদারি করছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে, ডলারের বাজারে স্থিতিশীলতা ফেরাতে ব্যাংক ও মানি এক্সচেঞ্জ হাউজগুলোকে মুনাফার হারও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংক যে দরে ক্যাশ ডলার বিক্রি করবে, সেই দরকে বেঞ্চ মার্ক ধরে তার চেয়ে ১ টাকা বেশি দরে কিনতে পারবে এবং সর্বোচ্চ ১.৫০ টাকা বেশি দরে বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জগুলো। ব্যাংকগুলো ১ টাকা বেশি দামে বিক্রি করতে পারবে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর